Print Date & Time : 28 July 2025 Monday 9:41 pm

সিদ্ধিরগঞ্জে ছাত্র হত্যা মামলায় যুবলীগের সাব্বির গ্রেফতার

মুহাম্মদ রুমান দেওয়ান, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র আরাফাত হোসেন আকাশ হত্যা মামলায় যুবলীগের সাব্বির আহম্মেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে গোদনাইল বার্মাশীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, সাব্বিরকে ছাত্র হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

রবিবার দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। সাব্বির গোদনাইল বার্মাশীল এলাকার সাবেক আওয়ামী লীগ নেতা মৃত হাসান আলী প্রধানের ছেলে

মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী ফল বিক্রেতা আকরাম বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে খানকায়ে জামে মসজিদ সংলগ্ন হক সুপার মার্কেটের সামনে ফল বিক্রি করছিল।

এ সময় তার ছেলে আরাফাত হোসেন আকাশ (১৬) পিতার ফল বিক্রিতে সহায়তা করছিল। সকাল ১১ টায় মামলার আসামীরা ছাত্রদের আন্দোলন ঠেকাতে গুলি বর্ষণ করে। এতে ফল বিক্রেতার ছেলে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত হোসেন আকাশ নিহত হয়।

একটি সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা গ্রেফতারকৃত যুবলীগ ক্যাডার হত্যা মামলার আসামি সাব্বিরকে ছাড়িয়ে নিতে থানায় ছুটে আসেন। থানায় কাজ না হলে বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে তদবির করে ব্যর্থ হয় আয়শা আক্তার দিনা।