Print Date & Time : 12 May 2025 Monday 9:50 am

সিদ্ধিরগঞ্জে জিনিয়াস স্কুল এন্ড কলেজের উদ্বোধন

জে.এম. রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করেছে জিনিয়াস গ্রুপ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান (পিপিএম বার)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে কদমতলী মদিনাবাগ এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মিজানুর রহমান খান রিপন।

জিনিয়াস গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জিনিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাজী মো. আলমাস মুন্সির সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবিএম দেলোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) মো. হাবিবুর রহমান সহ প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

দৈনিক দেশতথ্য/এসএইচ//