রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সোমবার (১৫ আগস্ট) রাত ১২:০১ মিনিটে সুমিলপাড়ায় আওয়ামী যুবলীগের অফিসের সামনে স্থাপিত ম্যুরালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের উদ্যোগে নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি প্রকৌশলী লায়ন মোঃ ইউসুফ আলী মাসুদ, সহ-সভাপতি হান্নান প্রধান, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ওহাব মোল্লা, সোনামিয়া বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ জসীম উদ্দিন, থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আহমেদ, মো: শিব্বির, যুবলীগ নেতা মিজান, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের প্রচার সম্পাদক বশির মিয়া, উপ-প্রচার সম্পাদক জামাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//