মুহাম্মাদ রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা প্রয়াত আব্দুল মান্নান দেওয়ানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাতদল নগদ ১২ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক প্রায় ১ কোটি লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকার “দেওয়ান মন্জিল” বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আব্দুল মান্নানের মেয়ের জামাতা মো. মিজানুর রহমান জানান, “আজ (বৃহস্পতিবার) ভোররাত পৌনে ৪ টার দিকে নির্মানাধীন এক ভবনের সিঁড়ি বেয়ে দেওয়ান মন্জিলের ২য় তলার জানালার গ্রিল কেটে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আমার শ্যালক রায়হান উদ্দিন দেওয়ান ওরফে মুন্না দেওয়ান (৪৫) শ্যালকের স্ত্রী সোহানা দেওয়ান (৩৫) ও আমার শ্বাশুড়ি রাশিদা আক্তারকে (৭৫) বেঁধে সব লুট করে নিয়ে নেয়।
তিনি আরও জানায়, ১২/১৩ জনের একটি ডাকাতদল ৪০ মিনিট সময়ের মধ্যে নগদ ১২ লাখ টাকা ৭০ লাখ টাকার স্বর্ণালংকার ও ১টি আইফোনসহ ৩টি মোবাইল সেট নিয়ে যায়। এতে আনুমানিক প্রায় ১ কোটি টাকা লুটে নিয়ে গেছে ডাকাতেরা।”
আব্দুল মান্নান দেওয়ানের স্ত্রী রাশিদা দেওয়ান বলেন, “ফজরের আযানের আগে আমি রোজার সেহরী খাওয়ার জন্য তৈরি হয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে বসলে এ সময় আমার ছেলে মুন্নাকে দিয়ে ডাক দিয়ে ডাকাতদল আমার দরজা খুলতে বলে। আমি ভাবছি হয়তো আমার ছেলের শরীরটা ভাল না তাই এত রাতে আমাকে ডাকছে, এটা মনে করে আমি দরজা খুলে দেই। দরজা খোলার সাথে সাথে ৭/৮ জন ডাকাত মিলে আমার ঘরের আলমারী খুলে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং পুরো ঘর তছনছ করে ফেলে।”
এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ও র্যাব-১১’র মেজর ইমামসহ অন্যান্য কর্মকর্তাগণ। গতকাল বৃহস্পতিবার বিকালে ডাকাতির ঘটনায় মুন্না দেওয়ান থানায় মামলা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ঘটনা তদন্তে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post