রুম্মান দেওয়ান সিদ্ধিরগঞ্জ ( নারায়ণগঞ্জ ) তিনিধি সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ফাহিম (১৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে আইয়ুব নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মোঃ মনিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে ফাহিম নামের ওই শ্রমিক দশতলা ভবনটির সাত তলা থেকে লিফটের অংশ দিয়ে সিমেন্টসহ বিভিন্ন রাবিশ ফেলছিল। কাজ করার সময় ভুলবশত পা ফসকে সে সাত তলা থেকে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ১০,২০২২//