রুমন দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে পদ্মা জেনারেল হাসপাতাল নামে ১টি ক্লিনিক বন্ধ ও মা সুফিয়া জেনারেল হাসপাতাল নামে ১টি ক্লিনিকে জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সারাদেশে সব অনিবন্ধিত ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের খবর পেয়ে রবিবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পদ্মা জেনারেল হাসপাতালে নামের একটি ক্লিনিকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের মাকে অপারেশন থিয়েটারে রেখে বাইরে তালা দিয়ে পালিয়ে গেছেন চিকিৎসক, নার্সসহ কর্তৃপক্ষ। হাসপাতাল বন্ধ, সংস্কারের কাজ চলছে এমন কথা লেখা ছিল ক্লিনিকটির গেটে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল শাখা) মাহমুদুর রহমান ও তার সহকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মাকে উদ্ধার করেন। তারপর তাকে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ক্লিনিকটির নিবন্ধন না থাকায় বন্ধ করে দেওয়া হয়। এদিকে সিদ্ধিরগঞ্জের আদমজী-নারায়ণগঞ্জ এস ও রোড এলাকায় মা সুফিয়া জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহজাহান উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, হাসপাতালটি পরিদর্শনের সময় ফিজিশিয়ান স্যাম্পল ওষুদের গায়ে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় জরিমানা করা হয়।
পরিদর্শন কালে হাসপাতালে কর্মরত ৩ জন নার্সের কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়াও হাসপাতালটির অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জারি ব্লেড পাওয়া যায় এবং দীর্ঘদিন যাবত হাসপাতালটি চরম অস্বাস্থকর পরিবেশে রোগীদের সেবা প্রাদান করে আসছিলো।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post