Print Date & Time : 10 May 2025 Saturday 11:44 pm

সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইমন (২৪) নামের এক যুবক খুন হয়েছেন।  

এ ঘটনায় শাহরিয়ার জয় নামে আরো একজন আহত হয়েছে। বর্তমানে আহত ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত ইমন আদর্শনগর এলাকার শাহআলমের ছেলে।

বুধবার (২৭ জুলাই) রাতে নাসিক ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর রাতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারি এলাকা থেকে মশিউর রহমান রাজু(২৫) নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত মশিউর রহমান রাজু বরিশালের পটুয়াখালীর ধানমালী বাজার এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানায় পুলিশ।

স্থানীয় ও পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান (পিপিএম -বার) জানান, নিহত ইমন ও হামলাকারীরা পূর্ব পরিচিতি। ধারণা করা হচ্ছে পূর্বের শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।ঘটনাটি ঘটার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মশিউর রহমান রাজুকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে তদন্ত করে বাকি আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

 এ হত্যাকান্ডের ঘটনায় নিহত ইমনের পরিবারের দাবি রাসেল বাহিনীর রাসেল, রাজু, স্বপন, আব্দূল খলিল, ইয়াসিন, রাজিব, বিজয়সহ অজ্ঞাত আরো ৮/১০ জন এ ঘটনার সাথে জড়িত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২৮ জুলাই-২০২২//