সিদ্ধিরগঞ্জে একটি স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদমজীনগরের মার্চেন্ট ওয়ার্কারস (এমডবিøউ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ম্যানেজিং কমিটি এ মানববন্ধন করান।
প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদা নির্দোষ প্রমানিত হওয়ায় গত সপ্তাহে ঢাকা শিক্ষা বোর্ড তাকে পুনর্বহালের নির্দেশ দেন। গতকাল তার যোগদানের কথা ছিল।
জানা যায়, নাসিক ৭ নং ওয়ার্ডে অবস্থিত আদমজী মার্চেন্ট ওয়ার্কারস (এমডবিøউ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদাকে দূর্নীতির অভিযোগে ২০২১ সালে এডহক কমিটি সাময়িক বরখাস্ত করেন। প্রধান শিক্ষক প্রতিকার চেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে স্বপদে বহালের জন্য নির্দেশ দেয়।
ম্যানেজিং কমিটি তাকে পুনর্বহাল না করায় প্রধান শিক্ষক মহামান্য হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট শিক্ষা বোর্ডকে দুই মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্দেশ দেন। শিক্ষা বোর্ড হাইকোর্টের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির প্রতিবেদন, আপিল এন্ড আরবিট্রেশন কমিটি কর্র্তৃক যাচাই বাছাইয়ের পর শিক্ষা বোর্ডের গত মাসের ২২৮তম সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত অনুমোদন দেয়।
স্থানীয়রা জানায়, গতকাল প্রধান শিক্ষক গাজী নামজুল হুদা বিদ্যালয়ে যোগ দিবে এমন খবরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষার্থীদের দিয়ে বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করান। ম্যানেজিং কমিটির সদস্য সাব্বির এ সময় সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দেয়নি।
৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান খান রিপন জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা তাকে জানিয়েছে, দূর্নীতিবাজ প্রধান শিক্ষককে কমিটির কেউ চায় না। তাই শিক্ষার্থীরা মানববন্ধন করছে। ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমানকে একাধিক বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post