Print Date & Time : 28 July 2025 Monday 11:16 am

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৫ নেতাকর্মী আটক


 
সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিএনপি ৫ জন নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। 


মঙ্গলবার দিবাগত রাত ৯টায় চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে রাজনৈতিক গোপন মিটিং করা অবস্থায় তাদেরকে আটক করেছে পুলিশ।

নাশকতার উদ্দেশে গোপন বৈঠককালে তাদেরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। আটকরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান (৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) এবং মোঃ আবুল কাশেম মেম্বার (৭০)।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন খবরের ভিত্তিতে খবর পেয়ে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়েছে। এসময় তারা নাশকতার উদ্দেশ্যে মিলিত হয়েছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তিনি আরও জানান, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।