Print Date & Time : 14 May 2025 Wednesday 10:06 pm

সিদ্ধিরগঞ্জে মুসল্লিদের হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত

ইমাম ভারত বিরোধী বক্তব্যে দিলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বলেন “ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে আমরা বিশৃঙ্খলা না করি ”। এরপর মুসল্লিদের একাংশ ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণ করে।  

সিদ্ধিরগঞ্জে একটি মসজিদে মুসল্লিদের আক্রোশের শিকার হয়েছেন পুলিশের একজন এসআই এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার আদমজী বিহারী ক্যাম্প এলাকায় আদমজী শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লিরা মহানবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিল। এসময় মসজিদে ইমাম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে ভারতের বিষয় আসলে ইমামকে থামিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, “ভারতের বিষয় ভারতে থাকুক, এ নিয়ে বিশৃঙ্খলা আমরা না করি “। 

তার এই কথায় এ কথায় উপস্থিত মুসল্লিদের একাংশ ক্ষুব্ধ হয়ে তার সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে মুসল্লিরা তাকে লক্ষ্য করে জুতা ও জুতার রাখার বাক্স নিক্ষেপ করতে থাকে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রবিন আহত হয়।

খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এটি খুবই দুঃখজনক ঘটনা। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে।

এ ঘটনার পরপর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও সন্ধ্যায় সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। 

দৈনিক দেশতথ্য//এল//