Print Date & Time : 9 July 2025 Wednesday 10:43 pm

সিদ্ধিরগঞ্জে রাস্তার উপর বাড়ি নির্মাণ ॥ ক্ষুদ্ধ এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় রাস্তার উপর বাড়ি নির্মাণে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী। রাস্তার উপর বাড়িটি নির্মিত হলে রাস্তাটি সরু হবে। এতে ওই এলাকার কয়েকশত বাসিন্দার যাতায়াতে দুর্ভোগের শিকার হতে হবে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড অন্তর্গত সিদ্ধিরগঞ্জের আটি এলাকার নুরু মেম্বার বাড়ি সংলগ্ন মাসুমের বাড়ি হতে আনোয়ার মিয়ার বাড়ি পর্যন্ত নাসিক তিনশত ফুট দৈর্ঘ্যে আরসিসি ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। এরই মধ্যে তিন ফুট প্রশস্থে আরসিসি ড্রেন নির্মাণ সম্পন্ন করেছে নাসিক ঠিকাদার। সম্প্রতি মাসুম ওই স্থানে রাস্তা দখলে নিয়ে বাড়ি নির্মাণ করছে। এতে রাস্তাটি সরু হলে এলাকার কয়েকশ’ বাসিন্দার যাতায়াতের দুর্ভোগের শিকার হতে হবে। রাস্তার উপর বাড়ি নির্মাণ করায় এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

নাসিকের উদ্যোগে ইতোমধ্যে আরসিসি ড্রেন নির্মান সম্পন্ন হলেও বাড়ি নির্মাণ করায় আরসিসি রাস্তা নির্মাণ করতে পারছে না কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, মৃত শফিউদ্দিনের ছেলে সামছুদ্দিন আলম মাসুম জোরপূর্বক রাস্তার উপর বাড়ি নির্মাণ করায় এখানে রাস্তাটি সরু হচ্ছে। ফলে আমাদের যাতয়াতে দুর্ভোগে পরতে হবে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানালেও সে কর্ণপাত করেনি। এরপর রাস্তার উপর থেকে বাড়ি সরাতে এবং রাস্তাটি প্রশস্ত করে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নাসিক মেয়র বরাবর এক আবেদন করেছে স্থানীয়রা। ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন জানায়, আমার দেখিয়ে দেয়া জায়গায় মাসুম বাড়ি নির্মাণ করছে। এতে রাস্তার কোন সমস্যা হবে না। 

এবি//দৈনিক দেশতথ্য//মে ২৭.২০২২//