জে.এম.রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে তৈলবাহী ট্যাংকলরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন মুন্না (২৫), আরিফ (২৪) ও অটোরিকশা চালক মোহাম্মদ রাকিব (১৭)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
১৩ জানুয়ারি (শুক্রবার) রাতে আদমজী-চাষাঢ়া সড়কের সাইলোগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্যাংকলরি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post