Print Date & Time : 20 July 2025 Sunday 12:50 am

সিদ্ধিরগঞ্জে শতকোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার পার্ক

সিদ্ধিরগঞ্জে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ডিএনডি ওয়াটার পার্ক । ৫ কিলোমিটার দৈর্ঘ্য  খালে ৬টি দৃষ্টি নন্দন লোডেড ও ফুটওভার ব্রীজ ছাড়াও নির্মাণ হচ্ছে ওয়াটার গার্ডেন, ভাসমান মঞ্চ, ঝুলন্ত বাগান, খালের পশ্চিম পাড়ে আরসিসি ড্রেন, খালে নৌকা চালনার ঘাট, ফোয়ারা, ওয়েটিং সেড, দোলনা, ব্রীজের মই, সিটিং বেঞ্চ ইত্যাদি।

জাইকার অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) প্রকল্পটি বাস্তবায়ন করছে ।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে গোদনাইল নয়াপাড়া পুল (ভাঙ্গারপুল) থেকে সারুলিয়া (গলাকাটা পুল) পর্যন্ত  ডিএনডি খালটির দৈর্ঘ্য ৫ কিলোমিটার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) জাইকার অর্থায়নে ৯৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে দুইটি প্যাকেজের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ খালটি এক সময় ময়লার ভাগাড়ে পরিণত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সিটি গভর্নেন্স প্রজেক্টের (সিজিপি) আওতায় ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি ও ৩ মে দুই ধাপে প্রকল্পটির কাজের উদ্বোধন করেন।
ডিএনডি খালের পশ্চিমপাড়ে সৌন্দর্য্য বর্ধনে ৬৩ কোটি ৪৮ লাখ এবং খালের উপর ছয়টি ব্রীজ নির্মাণে ৩৫ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। শুরুতে প্রকল্পটি শেষ করতে ১৫ মাস সময় নির্ধারণ করা হয়েছিল। অতিমারী করোনার প্রভাবে কাজ বন্ধ থাকায় সময় বাড়ানো হয়েছে। প্রথম প্যাকেজের আওতায় সৌন্দর্য্য বর্ধনের জন্য খাল খনন, খালের পশ্চিম পাড় আরসিসি ব্লক দিয়ে বাঁধাই, আরসিসি ড্রেন নির্মাণ, খালে নৌকা চালনার ঘাট, ভাসমান মঞ্চ, ওয়াটার গার্ডেন, ঝুলন্ত বাগান,পাবলিক টয়লেট, ফোয়ারা, ওয়েটিং সেড, দোলনা, ব্রীজের মই, রেষ্টুরেন্ট, সিটিং বেঞ্চ, গ্যালারী ইত্যাদি নির্মাণ করা হবে। এছাড়াও ৬টি ব্রীজ যার মধ্যে ঢাকার হাতিরঝিলের আদলে তিনটি লোডেড এবং তিনটি ফুটওভার ব্রীজ নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্র্রকৌশলী মো. আজগর হোসেন জানান, ব্রীজ নির্মাণের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এছাড়াও খালের পশ্চিম পাড় উন্নয়ন ও সৌন্দর্য্য বর্ধনের কাজ ৫০ ভাগ শেষ।

আর//দৈনিক দেশতথ্য//২১ মে-২০২২//