রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গোদনাইল আরামবাগ থেকে রাস্তায় খেলা করতে গিয়ে হারিয়ে গেছে ২বছর ৮মাস বয়সী শিশু মানহা। সে হাসান চৌধুরীর মেয়ে।
মঙ্গলবার (৩০ আগষ্ট ) দুপুর ১২ টার দিকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় খেলা করতে গিয়ে সে হারিয়ে যায়।
আয়েশা আক্তার মানহা পিতামাতার একমাত্র কন্যা সন্তান। তার গায়ের রং ফসার্, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য চিকন, উচ্চতা ২ফুট ৬ইঞ্চি। তার পরনে ছিলো সেন্টু গেঞ্জি ও হাফ প্যান্ট। মাথায় চুল নাই। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় সাধারন ডায়রী করা হয়েছে। (যার নাম্বার ১৫৯৬। তারিখ ৩০/৮/২২ইং। )
একমাত্র সন্তানকে হারিয়ে পিতা-মাতা পাগল প্রায়। তারা হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে। যদি কোন স্বহ্নদয়বান ব্যক্তি শিশুর সন্ধান পেয়ে থাকেন তাহলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসি তদন্ত মশিউর রহমান ও শিশুর পিতা।
আর//দৈনিক দেশতথ্য//১ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post