Print Date & Time : 2 July 2025 Wednesday 8:27 pm

সিদ্ধিরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালন

সিদ্ধিরগঞ্জ থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল জাতীয় দিবস’ উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কেক কেটে শেখ রাসেলের এ জন্মদিন পালন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুসাস্থ্য কামনা এবং বঙ্গবন্ধুসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি, নারায়নগঞ্জ জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সাধারন সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশিদ, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ, আওয়ামী লীগ নেতা জোবায়ের আলম হিরা ও হাজী মানিক মাস্টার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জা//দৈনিক দেশতথ্য//১৯ অক্টোবর ২০২২//