সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে পুলিশের মতবিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সিদ্ধিরগঞ্জ থানার আইন শৃংখলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধ বিশেষ করে ডাকাতি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং এর বিষয়ে আলোচনা হয়। সভা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় যোগদানের দুই বছর পূর্তি হওয়ায় থানার পুলিশ সদস্যরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমানকে সংবর্ধনা দেয়।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গত ২০২০ সালে সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করেন। গত দুই বছরে এ থানার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বিশেষ করে ডাকাতি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে কাজ করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরুপ ৩টি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। এরমধ্যে ২০২১ সালে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা, একই বছরের ২২ নভেম্বর ঢাকা রেঞ্জ শ্রেষ্ঠ ওসি এবং চলতি বছরে পুনরায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, আমি মনে করি সাংবাদিক পুলিশ ভাই-ভাই। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাদের সহযোগিতায় আমি যতদিন আছি মাদক, কিশোর গ্যাংসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ভূমিকা রাখার চেষ্টা করব।
মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় সাংবাদিকরা নিজেদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বা// দৈনিক দেশতথ্য// ২০নভেম্বর//

Discussion about this post