সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ‘তাহমিদ রোটর’ নামের একটি স্পিনিং মিলে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জালকুড়ি যুব উন্নয়ন কমপ্লেক্সের সামনে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় স্পিনিং মিলের একটি অংশে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানায়।
কারখানাটির মালিক হাফেজ হাফিজুর রহমান বলেন, ‘সুতার দাম বাড়লে বিক্রি করব। সেই আশায় কারখানায় অনেক টাকার মাল মজুদ রেখেছিলাম। এই মালামাল বিক্রি করে বকেয়া থাকা ১৫ লাখ টাকা ও বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল কিন্তু এক আগুনে সব শেষ হয়ে গেল।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখনো পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না আসলেও আগুনের মাত্রা আগের চেয়ে কমেছে। কারখানাটিতে প্রচুর পরিমাণে তুলা মজুদ ছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগছে। আশা করি খুব শিগগির আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২৭,২০২৩//

Discussion about this post