Print Date & Time : 9 May 2025 Friday 8:52 pm

সিদ্ধিরগঞ্জে ২১ মামলার পলাতক আসামী গ্রেফতার

রুম্মান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কুখ্যাত ডাকাত ও ২১ মামলার পলাতক আসামী মাদক ব্যাবসায়ি নাদিরকে (৩৬) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০নভেম্বর) ঢাকার রায়েরবাগ এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড বাগমারা এলাকার সাহাবুদ্দিনের ছেলে নাদির। নাদির নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ি। তার বিরুদ্ধে নারায়নগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ২১টি মামলা এবং ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তার অবস্থান জানা যায় ঢাকার রায়েরবাগে। বৃহস্পতিবার ভোরে তাকে রায়েরবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

 এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এলাকার কুখ্যাত ডাকাত নাদিরকে আটকের জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম। তার বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি প্রস্তুতি, ডাকাতি, মাদক, দ্রুত বিচার আইনে সর্বমোট ২১টি মামলা আছে বিভিন্ন থানায়। এসময় আমরা তার এক সহযোগী মোঃ রোকন আলী (২৭)কেও গ্রেফতার করি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//