চট্টগ্রাম প্রতিনিধি :সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার মোছা. কোহিনুর আকতার।
তিনি চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব মঈন উদ্দিনের সহধর্মিণী।
রোববার (১০ মার্চ) দুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত ও সনদ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি।
কর্মদক্ষতার স্বীকৃতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে সাফল্যের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্ণফুলীর কোহিনুর আকতার কে শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত করেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এনডিসি। এতে সারাদেশ থেকে সিপিপির ২০ জন স্বেচ্ছাসেবক কে জাতীয় ভাবে সনদপত্র ও ১০ হাজার টাকা মূল্যের চেক প্রদান করেন।
অনুভূতি জানতে চাইলে কর্ণফুলীর কোহিনুর আকতার বলেন, ‘ প্রতিমন্ত্রীর কাছ থেকে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেয়ে গর্ববোধ করছি। এই সম্মাননা আমাকে আগামীতেও জনসেবায় উৎসাহ যোগাবে। এ জন্য সরকার ও কর্ণফুলী সিপিপিসহ চরপাথরঘাটাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post