Print Date & Time : 16 April 2025 Wednesday 8:13 pm

সিয়াম-দীঘির রোমান্স প্রকাশ্যে

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘জংলি’। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ফার্স্টলুক, পোস্টার ও টিজার। মুক্তিকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণাও। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে সিনেমার প্রথম গান। শিরোনাম ‘জনম জনম’। রোমান্টিক এ গানে ফুটে উঠেছে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘির রসায়ন।

টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মন জয় করেছে। মাত্র ১৯ ঘণ্টায় গানটির ভিউ প্রায় ১ লাখ ৮০ হাজার। লাইক পড়েছে ৬ হাজারেরও বেশি। আর মন্তব্যের ঘরে ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা লিখে যাচ্ছেন নানা কথা।

‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। এতে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

জানা গেছে, ‘জনম জনম’ ছাড়াও এই সিনেমার আরও তিনটি গানের কথা ও সুর করবেন প্রিন্স মাহমুদ।

এদিকে, ‘জংলি’তে সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এটি নির্মাণ করেছেন এম রাহিম। সিনেমাতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলুসহ অনেকে।
এম/দৈনিক দেশতথ্য//