সিরাজগঞ্জ প্রতিনিধি: গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল জেলার সলঙ্গার হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত মোবাইল নগদ সাত চল্লিশ হাজার টাকা এবং ০১ টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটকৃতরা হলেন, ১। মোঃ হেলাল হোসেন (৫২),পিতা-মৃত- মোজাম্মেল হক, তাড়াশ। ২। মোঃ সোবাহান (২২), পিতা- মোঃ আব্দুল মজিদ, তাড়াশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। আটকৃতদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//