সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ৪ মার্চ শুক্রবার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল বঙ্গবন্ধু সেতুতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৯৯ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের থেকে ২ টি মোবাইল, টাকা এবং ১ টি প্রাইভেট কার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ১। মোঃ কাওছার মিয়া (৪৩), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-চরসিন্ধুর মধ্যপাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী, ২) মোঃ রফিকুল ইসলাম(৩৪), পিতা-মোঃ আমান উল্লাহ, সাং-কেউআ পশ্চিম খন্ড, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post