Print Date & Time : 5 July 2025 Saturday 8:01 am

সিরাজগঞ্জের ৪ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: গত শুক্রবার ২৬ফেব্রুয়ারি গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন পাঁচলিয়ায় মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃতরা হলেন, ১। মোঃ আবু মূসা ফকির (৪০), পিতা- মোঃ মোয়াজ্জেম হোসেন ফকির, থানা-কামারখন্দ,২। মোঃ সিহাব ওরফে শাকিল (২২), পিতা-মোঃ আলতাব হোসেন মন্ডল,থানা- সলঙ্গা, ৩। মোঃ জুয়েল রানা (৩২), পিতা- মোঃ মাহামুদুল ইসলাম, থানা-কামারখন্দ, ৪। মোঃ নবির আলী শেখ (৫০), পিতা- মৃত-বিশা শেখ, সাং-হাটিকুমরুল বাগিচাপাড়া,থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

দৈনিক দেশতথ্য//এল//