Print Date & Time : 27 July 2025 Sunday 10:34 pm

সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জে ১,৭৪০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে । ৩ জুলাই সন্ধ্যা ৭টায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন গ্রাম পাঙ্গাসী কবরস্থানের উত্তর দিকে জনৈক ময়েজ আলী শেখের বাড়ীর উত্তর পার্শ্বের ফাঁকা জায়গায় পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৭৪০ পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ৪৪০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ মোসাঃ রিনা বেগম (৪৫) স্বামী- মোঃ ইনসাফ আলী, সাং-পুরান শৈলাবাড়ী, থানা- সদর, জেলা-সিরাজগঞ্জ ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,নারী আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৪ জুলাই ২০২৩