সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাব-১২ এর নেতৃত্বে পৃথক মাদক বিরোধী অভিযানে ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে ঝিকিড়া গ্রামে ও তালগাছি বাজার থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়।
এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন এবং নগদ ৩,৭৮০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ কাওছারুজ্জামান(৩৫), আক্তারুজ্জামান(৪০), মোঃ সাইফুল ইসলাম(৫৭), বাঁখুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে , সজল কর্মকার(২৭), পিতা-সুধির কর্মকার।
তালগাছি বাজার থেকে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ওসমান গনি(৩৮), পিতা-মৃত আঃ জুব্বার, মোঃ আল আমিন(২৪), পিতা-আব্দুল হক ও মোঃ আসাদুল ইসলাম(২৫), পিতা-মোঃ আলম হোসেন ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post