র্যাব ১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানার একডালা পশ্চিম পাড়ার জনৈক মোঃ চাঁন মিয়া (গরুর ব্যবসায়ী) এর বাড়ীর পশ্চিম পার্শ্বের পাঁকা রাস্তায় মাদক বিরোধী অভিযান চালায়।
সেখান থেকে ১১(এগার) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ শাহাদত হোসেন (৩৫) সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার কালিকাপুর পূর্ব পাড়ার মোঃ ইলিম হোসেনের ছেলে।
তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ৮(খ) ধারায় মামলা করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
এবি//দৈনিক দেশতথ্য//৩ ফেব্রুয়ারী,২০২২//