আন্তর্জাতিক প্রতিবেদক:
যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ঈদের কেনাকাটায় ব্যস্ত মার্কেটে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।তুর্কি সীমান্তের কাছে অবস্থিত দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে ব্যস্ত বাজারে ৩১ মার্চ বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।
তুর্কি সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার শহর আজাজের একটি ব্যস্ত বাজারে শনিবার গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং ত্রিশজন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা রয়টার্সকে জানিয়েছেন। তুরস্কের সীমান্তবর্তী আলেপ্পো প্রদেশের আজাজ শহরের সবচেয়ে বড় মার্কেটটি টার্গেট করেই গাড়িবোমা হামলা চালানো হয়। এলাকাটি কুর্দি অধ্যুষিত। তবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে কেনাকাটা করতে সকাল থেকেই মার্কেটটিতে ভিড় করে ছিলেন স্থানীয় মানুষজন। তাছাড়া তুরস্কের সীমান্তবর্তী হওয়ায় পণ্য আনা নেওয়ার রুট হিসেবেও বাজারটি খুবই ব্যস্ত।
হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, মার্কেটের বেশির ভাগ বোমা বিস্ফোরণের আগুনে পুড়ে গেছে। সামনে রাস্তায় লাশের সারি। আজাজ শহরটি মূলত তুরস্কপন্থী কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে। মিলিশিয়া গোষ্ঠীটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াই করছে।
মূলত ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই সিরিয়ার বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করছে সরকারবিরোধী বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এই যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুহারা হয়েছে লাখ লাখ সিরিয়ান। বছরের পর বছর ধরে চলা যুদ্ধে নড়বড়ে হয়ে পড়েছে সিরিয়ার অর্থনৈতিক অবস্থা।
এরইমধ্যে সীমান্ত এলাকায় বিমান ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত শুক্রবার রাতেই আলেপ্পো শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪২ জনের প্রাণহানি ঘটেছে।
শিয়াক//দৈনিক দেশতথ্য//৩১ মার্চ ২০২৪//