Print Date & Time : 1 May 2025 Thursday 3:17 pm

সিলেটের বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর।

বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন সিলেট ও সুনামগঞ্জে বন্যা দুর্গতদের জন্য ৫০ হাজার প্যাকেট শুকনো খাবার এবং বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন ৫ লাখ টাকা প্রদান করেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসব ত্রাণ সামগ্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর হাতে তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর হাতে ত্রাণ সামগ্রী হাতে তুলে দেয়ার জন্য বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজে স্পিসিয়েশন এবং বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মবিন খান।