Print Date & Time : 4 May 2025 Sunday 2:51 pm

সিলেটের সাথে সাারাদেশের রেল যোগাযোগ বন্ধ

জেলার কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনের একটি ওয়াগনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ) বিকেল পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা ট্রেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাওঁ স্টেশনে যাচ্ছিলো বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ, লাউয়াছড়া রেলক্রসিংয়ে একটি ওয়ঢাগন আটকে আছে। বিকল্প ইঞ্জিন এনে এটি সরানো হবে। এপর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এইচ/