সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) কুমারপাড়াস্ত বাসার সামনে রাতে ৮টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আরিফুল হক চৌধুরী নিজেই।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী জানান, রাত ৮টা ১০ মিনিটের দিকে কুমারপাড়াস্থ বাসার গেটের সামনে তিন যুবককে দেখা যায়। তাদের মধ্যে দুজন দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আর একজন ভিডিও করতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। যাওয়ার সময় আরও একটি ককটেল বাসার দিকে নিক্ষেপ করে। এসময় তিনি বাসায় ছিলেনা বলে জানান।
আরিফুল হক বলেন, হামলার সময় আমার স্ত্রী ফোন করে করে বলেন আমাদের বাসার সামনে গেইটে কে বা কাহারা ককেটল হামলা করেছে। আমার বাসার সামনে ও পেছনে সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ থাকে।কিন্তু তারপরও এই ঘটনা ঘটেছে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বউ-বাচ্চা নিয়ে থাকা নিরাপদ না। কোনোভাবে সিলেটের এই পরিবেশ ছিল না। নেতাদের বাড়িতে হামলা। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে চাইলাম, আমার কি অপরাধ? আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন যুবককে দেখে বোঝা যাচ্ছে তারা প্রশিক্ষিত। তাদের পোশাক ও পায়ের বুটে বলে দেয় তারা প্রশিক্ষিত।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, পুরো বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২১,২০২৩//

Discussion about this post