সিলেট জেলা ও মহানগরে ঈদুল আজহা উপলক্ষে ৪৫টি কোরবানির পশুরহাট বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন এলাকায় ৭টি এবং জেলায় ৩৮টি পশুরহাটের অনিমদন দেয়া হয়েছে।
রবিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন।
তিনি জানান, সিলেট মহানগরে ৭টি এবং জেলায় ৩৮ টি পশুরহাটের অনিমদন দেয়া হয়েছে। এর বাহিরে কোথাও কোরবানির পশুরহাট বসার অনুমতি নাই। কোথাও অবৈধভাবে হাট বসলে আমরা ব্যবস্থা নেব।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২৩//