সিলেট অফিস : আঞ্চলিক মাঠ পর্যায়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২২- ২৩) বাস্তবায়নে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) সকালে সিলেট নগরের তোপখানাস্থ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর সিলেট জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সভা কক্ষে অংশীজনের অংশগ্রহণ সভার আয়োজন করা হয়।
সড়ক ও জনপদের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে এর সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক উৎপল সামন্ত এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট সওজের নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান, মৌলভীবাজার জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, বিশ্বনাথের উপ বিভাগের বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, গোলাপগঞ্জের উপ সহকারী প্রকৌশলী অনুরুপ দেব চৌধুরী ও বিশ্বনাথের উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট লালাবাজারস্থ আরআরএফ এর সহকারী পুলিশ সুপার শামসুল আলম চৌধুরী , এমসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহেদুজ্জামান, সিলেট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুল বারী, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান), ফয়ছল খাঁন, সাইফুল ইসলাম নাহেদ, সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সহ-সভাপতি পুলক কবীর চৌধুরী প্রমুখ।
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের অংশগ্রহণে মঙ্গরবারের সভায় অতিথিরা সিলেটের ছোটবড় সড়কের সমস্যা, সংস্কার, অগ্রগতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সওজের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ফজলে রব্বে তার বক্তব্যে বলেন, মহা সড়কের ৩২ ফিটের ভেতর ঘরবাড়ি, দোকানপাট স্থাপন করার কোনো নিয়ম নেই। যদি জবরদখল করে কোনো স্থাপনা নির্মাণ করা হয় তা ভেঙ্গে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। আপনারা দেখেছেন পাঠানটুলায় সড়কের পাশে থাকা কয়েকটি বিল্ডিং ভেঙ্গে দেয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post