Print Date & Time : 8 May 2025 Thursday 7:20 pm

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা : আটক ১১

সিলেট অফিসঃ
সিলেট নগরীর জালালাবাদ এলাকায় আ.লীগ নেতার বাসায় হামলার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় তিনটি মোটরসাইকেল ও বেশ কিছু সহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সোমবার প্রথম প্রহর রাত দেড়টার দিকে জালালাবাদ আবাসিক এলাকায় ২২ নম্বর গলির বাসিন্দা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা এম এ হান্নানের বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে হান্নানের বাসার সামনে অস্ত্র-সস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালান একদল লোক। এসময় পাড়ার মসজিদের মাইকে দুইদফা ‘জালালাবাদ ২২ নম্বর গলিতে ডাকাত ডুকেছে’ বলে প্রচার করা হয়।
ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই বাসা থেকে বের হয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ১১ জনকে আটক করে।

এ ব্যাপারে আ.লীগ নেতা এম এ হান্নান বলেন, বাসায় আমার মা, স্ত্রীসহ সন্তানরা ছিলো। হঠাৎ কিছু ‘ডাকাত’ এসে দরজা ভেঙে ঘরে ডুকার চেষ্টা করে। আমি দরজা খুলে না দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায়।
এসএমপির এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী বলেন, জালালাবাদে একটি বাসায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে ১১ জনকে আটক করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//