Print Date & Time : 11 May 2025 Sunday 9:49 am

সিলেটে এক জনের ফাঁসি, দুই জনের যাবজ্জীবন

সিলেটে পৃথক ৩টি হত্যা মামলা ও একটি মাদক মামলায় রায় ঘোষণা করা হয়েছে। হত্যা মামলাগুলোর রায়ে ১ জনকে ফাঁসি,২ জনকে যাবজ্জীবন এবং মাদক মামলায় একজনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড  ও অর্থদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী মামলা গুলোর রায় ঘোষণা করেন।

সিলেটের ওসমানীনগরে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় দায়রা নং-৬৫৩/২২ (ওসমানীনগর জিআর-৩০২/১৯) মামলায় লুৎফুর রহমান নামের ১জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

জৈন্তাপুরে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় দায়রা নং-৬৬৩/২২ (জৈন্তাপুর জিআর নং-১৫/২২) মামলায় আবুল হাসনাত নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

কানাইঘাটে হত্যাকাণ্ডের অভিযোগ প্রমানিত হওয়ায় দায়রা নং-৩৪৫/২৩ (কানাইঘাট জিআর ১২০/২২ ) মামলার রুহেল মিয়া রেকেলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গোয়াইনঘাটে মাদকদ্রব্য আইনের অভিযোগ প্রমানিত হওয়ায় দায়রা নং-১০৮১/২২ (গোয়াইনঘাট জিআর-১৫৪/২২)মামলায় আফতাব উদ্দিন নামের একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ মামলায় অপর আসামি আমিনুলকে আদালত বেকসুর খালাস প্রদান করেন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ৩০,২০২৩//