সিলেটে এপেক্স জেলা ৪ এর ৩৮তম কনভেনশন সম্পন্ন হয়েছে। ৩ নভেম্বর শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে এপেক্স ক্লাব অব বিশ্বনাথ কতৃক এপেক্স জেলা ৪ এর ৩৮তম কনভেনশন শাহজালাল এপেক্স অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এপেক্স জেলা ৪ এর গভর্নর এডভোকেট জালাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের জজ বিচারপতি খিজির আহমদ চৌধুরী।
বক্তৃতায় তিনি বলেন, জনসেবাই এপেক্সের মুল মন্ত্র। জনকল্যাণমুখী কার্যক্রম করে জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে হবে। পরিবেশ রক্ষাসহ জাতীয় সেবামুলক কাজের প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সম্মিলিত ভাবে কাজ করার মাধ্যমে এপেক্স অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন শুধু আর্থ মানবতার কল্যাণ নয়, একটি সুখী সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনে এপেক্সিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু,জাতীয় সহসভাপতি এপক্সিয়ান মোঃ এনামুল হক মিলন, অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ, লাইফ গভর্নর এডভোকেট একেএম সামিউল আলম, আক্তার হোসেন খান।
পরে প্রধান অতিথি সুরমাবার্তার মোড়ক উন্মোচন করেন এবং এপেক্স সেবা মাসের উদ্বোধন করেন।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৩,২৩//