Print Date & Time : 17 July 2025 Thursday 12:26 pm

সিলেটে ওসির মোবাইল নাম্বার ক্লোন করে চাকা দাবি

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসির মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করা হচ্ছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কয়েকজন কাউন্সিলর প্রার্থীর কাছে। 

মঙ্গলবার (১৩ জুন) এই চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে বুধবার (১৪ জুন) দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সতর্ক বার্তা দেন ওসি মঈন উদ্দিন।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন জানান, বিমানবন্দর থানার সরকারি মোবাইর নাম্বার ক্লোন করে আমার নাম ব্যবহার করে সিসিক নির্বাচনে অংশ নেওয়া কাউন্সিলর প্রার্থীদের কাছে টাকা দাবি করা হচ্ছে।

সরকারি মোবাইল নাম্বার থেকে কেউ কল করে টাকা চাইলে প্রতারিত না হওয়ার অনুরোধ জানান তিনি। বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৪,২০২৩//