Print Date & Time : 8 August 2025 Friday 8:48 am

সিলেটে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির র‌্যালি অনুষ্ঠিত

ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ সচেতনতা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীতে এক র‌্যালি বের হয়। 

 ২১ নভেম্বর মঙ্গলবার সকালে র‌্যালিটি মীরবক্সটুলাস্থ বিসিডিএস ভবন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

“সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেটের যৌথ উদ্যোগে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। ঔষধ প্রশাসন অধিদপ্তর সিলেট শাখার উপ-পরিচালক ওয়াহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এ.টি.এম মোশাহিদ উদ্দিন, সহ সভাপতি এম.এ. আজিজ, সমিতির পরিচালক মোঃ মুবিন আহমদ, আব্দুল করিম বড় ভুইঞা, ফারুক আহমদ, মিফতাহুল হক সুইট, আব্দুল হাশিম, আব্দুল মোক্তাদির, কবির আহমদ প্রমুখ সহ সিলেটের কেমিস্টবৃন্দ, ক্যাব-এর প্রতিনিধি, ভোক্তা অধিকার প্রতিনিধি, প্রাণী সম্পদ, মৎস সম্পদ এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভায় বক্তারা বলেন, অ্যান্টিবায়োটিক রেজিট্যান্স নিয়ে সচেতনতার বিকল্প নেই। চিকিৎসকের প্রেসক্রিপশন সহ অথবা ছাড়াও দেশে বাড়ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। মাত্রাতিরিক্ত এবং অপ্রয়োজনীয় এই অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণের ফলে দেশে ভয়াবহ আকার ধারণ করছে অ্যান্টিমাইক্রোবিয়াল। বক্তারা বলেন, বিগত তিন বছরেই অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ। মানুষের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দের প্রতি কাজ করার আহবান জানান। 

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২১,২০২২৩//