সিলেটে চা বাগান থেকে সিতেশ চন্দ গোপ (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ সময় মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিতেশ হবিগঞ্জ সদরের ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের পুত্র।
জানা যায়, মঙ্গলবার বেলা ২টার দিকে স্থানীয়রা পাঠানটুলা গুয়াবাড়ি এলাকার আলী বাহার চা বাগানের কাটাটিলায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খরে দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেটি শিয়াল একটি হাত খেয়ে ফেলেছে বলে বক্তব্য স্থানীয়দের। এ সময় মরদেহের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন বলেন- প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২১,২০২২৩//

Discussion about this post