Print Date & Time : 12 July 2025 Saturday 12:45 pm

সিলেটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের মতো সিলেটেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ জুন) সকালে সিলেট নগরে দিনব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সকালে নগরের বিনোদিনী নগর মাতৃসদনে সিলেট সিটি করপোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র। নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিভাবকদের আহবান জানান তিনি।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরের ৪২ ওয়ার্ডে ৩৪৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

কর্মসূচির আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সিসিক। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে।

সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন সেচ্ছাসেবী ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন।

এদিকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরীফুল হাসান।

তিনি রবিবার (১৮ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মঈনুল আহসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিসিন কনসালটেন্ট ডা. এস এম সাজ্জাদুল হক, গাইণী কনসালটেন্ট ডা. উম্মুল সিফাত রিজওয়ানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রুবাইয়া আহমেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আবু সালমান মো. সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান, ডা. আসাদুজ্জামান রনি, ডা. সানিউল আজিম, জাতীয় ইপিআই বিশেষজ্ঞ ইউনিসেফ ডা. নবোজ্যোতি দেব, হেলথ অফিসার ডা. মির্জা ফজলে এলাহী প্রমুখ। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ১৮,২০২৩//