Print Date & Time : 28 July 2025 Monday 1:04 am

সিলেটে টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট প্রকল্প উদ্বোধন

সিলেটে চা বাগান শ্রমিকদের (টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট) দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং নয়ন ফাউন্ডেশন (আধুনিক চক্ষু হাসপাতাল, সিলেট) এর ব্যবস্থাপনায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন।

তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তাঁদের দৃষ্টি প্রতিবন্ধকতাসহ শারীরিক সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম। তিনি সামাজিত দায়বদ্ধতা এবং দেশের এ অবহেলিত জনগোষ্টির উন্নয়নে সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসার আহবান জানান।
নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও  অরবিস ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াদুল হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীবাহার টি স্টেট এর স¦ত্তাধিকারী লায়ন ইমরান আহমদ, অরবিস ইন্টারন্যাশনাল এর এসোসিয়েট ডিরেক্টর মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার একেএম নুরুল কবীর, ফ্রেড হলজ ফাউন্ডেশন এর এক্টিং কান্টি ম্যানেজার মোসাব্বির আহমদ প্রমুখ।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৫,২০২৩//