সিলেটে চা বাগান শ্রমিকদের (টাকলিং ভিজুয়্যাল এম্পেরিমেন্ট) দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং নয়ন ফাউন্ডেশন (আধুনিক চক্ষু হাসপাতাল, সিলেট) এর ব্যবস্থাপনায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন।
তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে তাঁদের দৃষ্টি প্রতিবন্ধকতাসহ শারীরিক সমস্যা দূরীকরণে সামাজিক সংগঠনগুলোর গুরুত্ব অপরিসীম। তিনি সামাজিত দায়বদ্ধতা এবং দেশের এ অবহেলিত জনগোষ্টির উন্নয়নে সংশ্লিষ্টদের আরো এগিয়ে আসার আহবান জানান।
নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহমদ এর সভাপতিত্বে ও অরবিস ইন্টারন্যাশনাল এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ ইয়াদুল হাসান এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীবাহার টি স্টেট এর স¦ত্তাধিকারী লায়ন ইমরান আহমদ, অরবিস ইন্টারন্যাশনাল এর এসোসিয়েট ডিরেক্টর মোঃ ইকবাল হোসেন, প্রোগ্রাম ম্যানেজার একেএম নুরুল কবীর, ফ্রেড হলজ ফাউন্ডেশন এর এক্টিং কান্টি ম্যানেজার মোসাব্বির আহমদ প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৫,২০২৩//