Print Date & Time : 7 May 2025 Wednesday 12:41 pm

সিলেটে ড্যাব’র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

সিলেট অফিস:

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার নগরীর চৌহাট্টা পয়েন্টস্সিহ সিলেট বিএমএ ভবন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি.এন.পির কেন্দ্রীয় কার্য্য নর্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ড্যাব এর সহ সভাপতি, ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধূরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডিন, সিলেট জেলা ড্যাব এর সভাপতি এবং সিলেট মহানগর বি.এন.পি এর সিনিয়র সহ সভাপতি ডাঃ নাজমুল ইসলাম, সিলেট জেলা ড্যাব এর সাংগঠনিক সম্পাদক ডাঃ আহমেদ নাফি, সিলেট জেলা ড্যাব এর  যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ফাহমিদুর রহমান, ডাঃ ইমরান তালুকদার, ডাঃ মইন উদ্দিন ইমন, মেডিকেল শিক্ষার্থী ইহরাজ রহমান চৌধুরী, সাখাওয়াত রহমান সৌরভ, মোঃ জাওয়াদুস সাদি, খলিলুর রহমান ইমন, মোঃ ইজাজ শাফিন চৌধূরী সহ সিলেট জেলা ড্যাব এর অন্যান্য সদস্যবৃন্দ এবং অন্যান্য সাধারণ চিকিৎসকবৃন্দ।

স্বেচ্ছায় রক্তদান করেন সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার হোসেন রৌদ্র ও মেসবাহ উদ্দিন তোরাব, জনৈক কাউসার আহমেদ, মেহদি বিন আজিজ সহ আরো অনেকে। 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ডাঃ সাউদ আল হোসাইন দ্বীপ, (প্রচার সম্পাদক, সিলেট জেলা ড্যাব), ডাঃ সৈয়দ হাফিজুর রহমান তানভীর (বিজ্ঞান বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ড্যাব), রুসলান ইসলাম (দপ্তর সম্পাদক, সিলেট জেলা ড্যাব), ডাঃ জুনেদ আহমেদ, ডাঃ মোঃ আশফাক আহমদ, ডাঃ আফতাব উদ্দিন চৌধুরী, ডাঃ রায়হান আহমেদ এবং ডাঃ মোস্তাক আহমেদ।

টি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ১৬,২০২৪//