সিলেটে আজ থেকে শুরু হয়েছে দু’দিন ফেসেস অফ খাদিমপাড়া শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। রবিবার (২৪ ডিসেম্বর) নগরীর সুবিদবাজারস্হ সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণে এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্ভোধন করেন সিলেট ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, প্রেসক্লাব সেক্রেটারি আব্দুর রশিদ রেনুসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃস্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
থ্র দেয়ার লেনস এর প্রজেক্ট লিড খাদিজা ফারজানা রিয়ার তোলা ছবি নিয়ে আয়োজিত ফেইসেস অব খাদিমপাড়া শীর্ষক চিত্র প্রদর্শনীতে সহযোগিতা করেছে ইন্টারন্যাশনাল রিপাবলিক ইন্সটিটিউট।
একজন শৌখিন ফটোগ্রাফার রিয়ার এই প্রদর্শনী খাদিমপাড়ার চা শ্রমিক সম্প্রদায়ের যুবকদের নিয়ে। সে ঘনিষ্ঠভাবে তাদের সাথে কাজ করার এবং তাদের দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছে। 2023 সালের সেপ্টেম্বর থেকে খাদিজা তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করেছে, এবং তা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছে। তাদের শিক্ষাগত অধিকার, স্বাস্থ্য অধিকার, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে সে জানার এবং সচেতন করার চেষ্টা করেছে। এ প্রদর্শনী আগামীকাল পর্যন্ত চলবে।
প্রদর্শনী দেখতে আসা সাংবাদিক ফয়ছল আলম বলেন, এ চিত্র প্রদর্শনীটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। সমাজের অবহেলিত একটির জনগোষ্টীর সামগ্রিক জীবন যাপনের সুখ দুঃখের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
চিত্র প্রদর্শনী সম্পর্কে থ্র দেয়ার লেনস এর প্রজেক্ট লিড খাদিজা ফারজানা রিয়া বলেন, এটি আইআরআইয়ের একটি প্রকল্পের অংশ মাত্র। চেষ্টা করেছি ক্যামেরার মাধ্যমে সিলেটের খাদিমপাড়া চা শ্রমিক বা এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবন যাত্রার চিত্র তুলে ধরার।
রুবেল//সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৪,২০২৩//