সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহত পরিবার ও আহত পরিবারদের মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের পক্ষ থেকে ৩৫ লাখ বিতরণ করেছে ।
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ পরিবারে মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়।
চেক বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণলয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যান ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশনে অধিদপ্তরের শ্রম পরির্দশক মাহবুবুল আলম, মো. কাউছার আলী মির, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ, জীবন দাস।
দক্ষিণ সুরমার মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রাণহানিতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে ওই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়, ‘গত ৭ জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সুপারিশ প্রণয়নের নিমিত্তে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের ১০/০৩/২০২২ তারিখের ৩৫,০০.০০০০,০২০,০৬,০৩৩,২১ (অংশ-১)-১২৩ নং স্মারকের আলোকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট এর নেতৃত্বে নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো।’
কমিটির বাকি সদস্য হিসেবে থাকবেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর প্রতিনিধি; জেলা পুলিশ সুপারের প্রতিনিধি; উপ বিভাগীয় প্রকৌশলী, সড়ক ও জনপথ, সিলেট; বিভাগীয় প্রধান, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিয়ারিং, শাবিপ্রবির প্রতিনিধি এবং সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ, সিলেট।
এর আগে বুধবার (০৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাজিরবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১জন মারা যান।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০৯,২০২৩//