এস এ শফি, সিলেট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মুলত এই দুই প্রার্থীর মধ্যে লড়াই জমে উঠেছে।
এ আসনের সাবেক তিন এমপির শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে ইতিমধ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ভোটের মাঠ বেশ সরগরম করে তুলেছেন। পাশাপাশি নৌকার প্রার্থী হাবিব ও তার কর্মী সমর্থক নিয়ে সরকারের উন্নয়ন কার্যক্রম জনগনের কাছে তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। এক সময় জাতীয় পার্টির দূর্গ নামে খ্যাত এ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক সাড়ম্বরে মনোনয়ন জমা দিয়ে প্রতীক গ্রহন করেন। গত সপ্তাহে গরু জবাই করে নিজ এলাকাবাসীকে আপ্যায়ন করিয়ে নির্বাচনে উপস্থিতির জানান দিলেও তার কার্যক্রমে জাপা নেতাকর্মীরা একেবারে হতাশ। নিজস্ব পরিকল্পনা ও রাজনৈতিক কুটকৌশলে বার বার পরাজিত আতিক আসন্ন নির্বাচনে কতটুকু পেরে উঠবেন তা নিয়ে সংশয়ে ভোটাররা।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়,আসনের প্রায় প্রতিটি এলাকার হাটবাজার, পাড়া-মহল্লা, রাস্তায় পোস্টার- ফেস্টুনে ছেয়ে গেছে। গ্রাম থেকে হাট-বাজারের চায়ের স্টলে নির্বাচনী আমেজ বিরাজ করছে। ভোটাররা প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষণ। তাদের মতে
নৌকার প্রার্থী হাবিব ও স্বতন্ত্র প্রার্থী ডাঃ দুলালের কাছে নির্বাচনী মাঠে কোণঠাসা হয়ে পড়েছেন জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক।হাবিব ও ডা. দুলাল দুজনই নিজেদের প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভোটারদের কাছে ভোট চাইছেন। মিছিল-মিটিং, উঠান বৈঠক করে তারা ব্যস্ত সময় পার করছেন।
২০২১ সালের ৪ সেপ্টেম্বরের উপ নির্বাচনে সিলেট-৩ আসনে(দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপি নির্বাচিত হন। নৌকা প্রতীকে তিনি ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির (জাপা) আতিকুর রহমান আতিককে পরাজিত করেন। এমপি নির্বাচিত হওয়ায় পর থেকে পুরো আসনে রুটিন ওয়ার্ক ছাড়াও আসনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন হাবিব। আসন্ন নির্বাচনে সিলেট ৩ আসনকে আলোকিত এবং উন্নয়নের জনপদ গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন আসনের প্রতিটি জনপদে। নৌকা এদেশের উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক তাই দেশের উন্নয়ন ও শান্তির স্বার্থে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোটারদের উদ্বুদ্ধ করছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম ও আগামীর পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে ব্যস্ত সময় পার করলেও এমপি হাবিবের নির্বাচনী বৈতরণির বিষয়টি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৬,২০২৩//

Discussion about this post