Print Date & Time : 3 August 2025 Sunday 7:24 am

সিলেটে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

সিলেট অফিস: সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে সাদা পাথর পরিবহনের একটি বাস উল্টে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এর মধ্যে গুরুতর আহত ৩/৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

মঙ্গলবার বেলা ১টার দিকে সিলেটের-কোম্পানীগঞ্জ সড়কে সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদাপাথর নামে বাসটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরের আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় বাসটির প্রায় সকল যাত্রীই আহত হয়েছেন। তাদের প্রত্যেককে উদ্ধারে তিনি ৯৯৯-এ ফোন দিয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এর আগে স্থানীয়রাও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার দেব বিষয়টি নিশ্চিত করে আজকের সিলেটকে বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ এপ্রিল ২০২৪