সিলেট অফিস: সিলেট মহানগরীর মহাজনপট্টি থেকে পাঁচ হাজার পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মহাজনপট্টির সিরাজ মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া, লামাপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র মোঃ কাউসার আহমদ (৩২) ও একই উপজেলার পাড়ুয়া বদিকোনা এলাকার আব্দুল হামিদের পুত্র নিজাম উদ্দিন (৪২)কে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লক্ষ ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ সিলেটের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ মার্চ ২০২৪

Discussion about this post