Print Date & Time : 15 May 2025 Thursday 7:27 am

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা

সিলেট অফিস:
জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বন্যা কবলিত মানুষের মাঝে সিলেট গ্যাস ফিল্ড লি:-এর পক্ষ থেকে বন্যা দূর্গত পানিবন্দী অসহায় লোকজনের মধ্যে রান্না করা খাবার ও শুকনো ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

২১ জুন শুক্রবার দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার চিকনাগুল, ফতেপুর, দরবস্ত , নিজপাট, জৈন্তাপুর ও চারিকাটা ইউনিয়নে জলবন্ধী মানুষের মধ্যে এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

এসময় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী, সিলেট গ্যাস ফিল্ড লি:-এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো: মিজানুর রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার বাহারুল আলম বাহার সহ সিলেট গ্যাস ফিল্ড লি: কোম্পানীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এইচ//