Print Date & Time : 22 April 2025 Tuesday 8:07 pm

সিলেটে বাসের হেল্পারের হাতে প্রাণ গেলো চালকের !

সিলেটের দক্ষিণ সুরমায় জাফলং বাস স্ট্যান্ড তাজমহল হোটেলের সামনে মো. সাদিক নামে বাসের একজন চালককে ছুরিকাঘাতে খুন করেছে হেল্পার মোরশেদ। শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘাতক মোরশেদ গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে সাদিককে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে মোরেশেদ। পরে তাকে আহত অবস্থায় বাসস্ট্যান্ডের কয়েকজন উদ্ধার করে প্রথমে ইবনেসিনা হাসপাতলে নিয়ে যায়। সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।