বিএনপির ডাকে অবরোধ সফলের লক্ষ্যে সিলেটে মিছিল-পথ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা দেড়টায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে এ মিছিল অনুষ্টিত হয়। মিছিলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বুধবার থেকে বিএনপির ডাকে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে। অবরোধ সফলের লক্ষ্যে সিলেটে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্যোগে এ মিছিল বের করা হয়।
মিছিল শেষে পথসভায় বক্তারা বলেন, “এই সরকারের পতনের ঘন্টা বেজে উঠেছে। পায়ের নিচে মাটি সরে যাওয়া গণবিচ্ছিন্ন সরকারের শেষ অবলম্বন রাষ্ট্রশক্তি ব্যবহার করে বিরোধী দলকে জেলে ভরে সারাদেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে রাজপথ থেকে হটিয়ে দিয়ে আবারও ২০১৪ সালের মতো একটি ভোটারবিহীন নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে চায়।”
বক্তারা হুঁশিয়ারি উচ্ছারণ করে বলেন, ‘এবার আর ১৪ সালের মত নির্বাচন হতে দেওয়া হবে না।’ নেতৃবৃন্দ বুধ ও বৃহস্পতিবারের অবরোধ সফল করতে সিলেটবাসীর প্রতি আহবান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সলির রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমদ শোয়েব, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাফি শাহেদ, যুবদল নেতা ওলি চৌধুরী, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ মোরশেদ, ছাত্রদল নেতা জুবের আহমদ, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, আর এ বাবলু, দেলোয়ার হোসেন ইসমাইল, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল হক, ছাত্রদল নেতা আব্দুল্লাহ, ইফতেখার আহমদ পাবেল।
এবি//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ০৫,২০২৩//