Print Date & Time : 20 April 2025 Sunday 7:13 pm

সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টির তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতি : হাজার মানুষ গৃহহীন

সিলেট অফিস: সিলেটে কালবৈশাখি ঝড়ের সময় শিলাবৃষ্টি ব্যাপক তান্ডব চালিয়েছে। বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। এসময় অন্তত ১৫ মিনিট শুধু শিলাবৃষ্টি হয়েছে। আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে।  

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে সিলেটজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট লন্ডভন্ড হয়ে যায়। গাছপালা ভেঙে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাজারো মানুষ হয়ে পড়েছে গৃহহীন। এছাড়াও শিলাখণ্ডের আঘাতে যানবাহনের ও বাসাবাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

রোববার (৩১মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখি ঝড় শুরু হলে এটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়।

সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার বাসিন্দা নাহিদ আহমদ বলেন, ঝড়ের সাথে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। এতে আমার গাড়ির গ্লাসের অনেক ক্ষতি হয়েছে।

সিলেট নগরের লালাদিঘির পার এলাকার ফার্মেসী ব্যবসায়ী সিরাজুল ইসলাম সুমন বলেন, আমি ফার্মেসিতে বসে ছিলাম। কালবৈশাখি ঝড়ের সময় অনেক বৃহদাকার সাইজের শিলা পড়েছিল। আমি কখনো এতো বড় আকারের শিলা দেখিনি।

সিলেট সদর উপজেলার বাসিন্দা সংবাদকর্মী মতিউর রহমান বলেন, শিলাবৃষ্টিতে আমার ঘরের নতুন টিনের ক্ষতি হয়েছে। প্রচণ্ড গতিতে ওপর থেকে পড়া এসব শিলা আমার ঘরের টিন ভেদ করে ঘরে প্রবেশ করে।

গোলাপগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে আকাশ থেকে পড়া বড় বড় শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

চোখে আঘাতপ্রাপ্ত হওয়ায় একজনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী হাসপাতালে ভর্তি হওয়া যুবকের নাম বিল্লাল আহমদ। তিনি গোলাপগঞ্জ উপজেলার নরুপাড়া গ্রামের তছলিম আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।

বিল্লাল আহমদের বোন রুমি বেগম বলেন, কালবৈশাখীর সাজ দেখে দ্রুত রিকশা নিয়ে বাড়িতে আসেন বিল্লাল। ঘরে ফেরার পর শুরু হয় ঝড়-তুফান। এসময় টিনের চালা ফুটো হয়ে একটি বড় শিলাখণ্ড তার চোখের ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

শিলাখণ্ডের আঘাতে মাথা ফেটে আহত গোলাপগঞ্জের বারকোট এলাকার বাসিন্দা সিরাজ মিয়া বলেন, ঝড়ের সময় ঘরের ভেতরেই ছিলাম। হঠাৎ একটা বড় শিলাখণ্ড মাথায় পড়লে মাথা ফেটে যায়। হাসপাতালে এসে মাথায় ২টি সেলাই দেওয়া লেগেছে।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন বলেন, কালবৈশাখী ও শিলাবৃষ্টির পর অন্তত ৩০-৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। প্রত্যেকেই শিলাখণ্ড পড়ে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগকে মাথায় সেলাই দেওয়া হয়েছে। কয়েকজনকে উন্নত চিকৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আহতরা জানিয়েছেন ঘরের টিনের চালা ফুটো হয়ে শিলাখণ্ডের আঘাতে আহত হয়েছেন। অনেক আবার ঝড়ের সময় বাইরে থাকায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ এপ্রিল ২০২৪